জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ একুশ বছরে সাহিত্যজীবনে গল্প, উপন্যাস, দিনলিপি, শিশুসাহিত্য মিলিয়ে প্রায় অর্ধশতক গ্রন্থ রচনা করেন। এর মধ্যে নিঃসন্দেহে 'পথের পাঁচালী' ও 'অপরাজিত'ই সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি।
![]()

